সমালোচনামূলক সম্প্রচার করায় টিভি লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনামূলক কভারেজ প্রচার করা টেলিভিশন নেটওয়ার্কগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনামূলক কভারেজ প্রচার করা টেলিভিশন নেটওয়ার্কগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘৯৭ শতাংশ সংবাদ’ তার বিরুদ্ধে যায়। অথচ এসব নেটওয়ার্ক লাইসেন্স ধরে রেখেছে।

সম্প্রতি এবিসি টেলিভিশনের লেট-নাইট শো সঞ্চালক জিমি কিমেলকে সাময়িক বরখাস্ত করা হয়। কিমেল অভিযোগ করেছিলেন, ইউটাহতে রক্ষণশীল নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ডে এক ট্রাম্প সমর্থক জড়িত থাকতে পারে। এ বক্তব্যকে কেন্দ্র করে তার শো স্থগিত করা হয়, যা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে সমালোচিত হচ্ছে।

সিবিএস সঞ্চালক স্টিফেন কোলবেয়ার একে সরাসরি সেন্সরশিপ বলে আখ্যা দেন। এদিকে মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এফসিসির চেয়ারম্যান ব্রেনডান কার কিমেলের বক্তব্যকে ‘অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে সতর্ক করেছেন।

এবিসির মূল সংস্থা ডিজনির সহযোগী প্রতিষ্ঠান নেক্সস্টার ঘোষণা দিয়েছে, তারা কিমেলের অনুষ্ঠান আর সম্প্রচার করবে না।

সূত্র : বিবিসি