মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সুদানে গৃহযুদ্ধ অবসানে ‘কাজ’ শুরু করবেন। এই ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে সহায়তা করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের প্রেক্ষিতে বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প এ কথা জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে সংঘাত নিয়ে খুব একটা মন্তব্য করেননি। ২০২৩ সালের এপ্রিল মাসে রক্তক্ষয়ী এই সংঘাত শুরু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ নির্মমভাবে নিহত হয়েছে এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ট্রাম্প সৌদি যুবরাজের উপস্থিতিতে একটি সৌদি-যুক্তরাষ্ট্র ব্যবসায়িক ফোরামে বলেন, ‘যুবরাজ চান আমি সুদানের এই সংঘাত থামাতে জোরালো কিছু করি। এতে জড়িত হওয়ার পরিকল্পনা আমার ছিল না। আমি ভেবেছিলাম এটি নিয়ন্ত্রণের বাইরে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমি বুঝতে পারছি যে এটি আপনার, আপনার এই কক্ষে থাকা অনেক বন্ধু ও সুদানের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এ জন্যই আমরা সুদানের ওপর কাজ শুরু করতে যাচ্ছি।’
সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য ওয়াশিংটন তাদের প্রচেষ্টা জোরদার করেছে।
সৌদি আরব সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারকে সমর্থন করে। সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অস্ত্র ও ভাড়াটে সৈন্যদের সাহায্য করার অভিযোগ করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে আবুধাবিকে সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন করার আহ্বান জানান।
ট্রাম্প বারবার দাবি করেছেন, জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তিনি আটটি সংঘাত সমাধান করেছেন। তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজা ও ইউক্রেনের যুদ্ধের দিকে অধিকতর মনোনিবেশ করেছেন।
সুদান সংঘাতের ওপর কাজ শুরু করার প্রতিশ্রুতি কার্যত সৌদি নেতা যুবরাজ সালমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে প্রতিফলিত করে। যুবরাজকে তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে একটি বিলাসবহুল সফরের জন্য আমন্ত্রণ জানান।
সূত্র : বাসস



