ভেনিজুয়েলায় মার্কিন হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা মার্কিন অভিযানের প্রতিক্রিয়ায় মুখ খুলল ভারত।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো |সংগৃহীত

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা মার্কিন অভিযানের প্রতিক্রিয়ায় মুখ খুলল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার ওপর ভারত নজর রাখছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল ভেনিজুয়েলার রাজধানীতে মার্কিন এয়ারস্ট্রাইকের পরে সেই দেশে থাকা ভারতীয়দের সাবধানে থাকতে বলে নির্দেশিকা জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে আজ পূর্ণাঙ্গভাবে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা বর্তমান পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি। ভেনিজুয়েলার জনগণের কল্যাণ ও সুরক্ষার জন্য ভারত তাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চায়। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইস্যু সমাধান এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী আটক করে নিয়ে গেছে। এই আবহে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালত বলে, দেশের সার্বভৌমত্ব ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত জরুরি। এহেন ডেলসি দায়িত্ব সামলেই বলে দিয়েছেন, ‘কারো দাসত্ব করব না।’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ভেনিজুয়েলা কোনোদিন কোনো সাম্রাজ্যের উপ-নিবেশ হবে না। কারো দাসত্ব করবে না। মাদুরোই আমাদের একমাত্র নেতা। অবিলম্বে তাকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস