রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিন বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- সবাই খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই গড়াতে পারে। আমরা চাই না এমনটি হোক।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে এই আশঙ্কা ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সৈন্যের মৃত্যু ঘটেছে।’ তিনি আরো বলেন, ‘আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।’
সূত্র : এনডিটিভি



