সিরিয়া ও গাজার গির্জায় ইসরাইলি হামলায় হতবাক ট্রাম্প : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সিরিয়ায় ইসরাইলি হামলার ফলে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ‘ট্রাম্প প্রশাসনের ভেতরে সন্দেহ সৃষ্টি হয়েছে’ এবং এই ধারণা পোষণ করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তার নীতিগুলো ‘অত্যধিক প্রতিবন্ধক সৃষ্টিকারী’।

নয়া দিগন্ত অনলাইন
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট |সংগৃহীত

হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি ক্যাথলিক গির্জার ওপর ইসরাইলের বোমা হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হতবাক’ হয়ে গেছেন। উভয় ক্ষেত্রেই বিষয়টি সংশোধন করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনও করেছিলেন তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া ও গাজায় ক্যাথলিক গির্জায় ইসরাইলেন বোমা হামলায় প্রেসিডেন্ট হতবাক হয়ে পড়েছিলেন। উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট দ্রুত প্রধানমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি সংশোধনের আহ্বান জানিয়েছেন।’

এর আগে, ১৩ জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েইদায় বেদুইন ও সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই ১৬ জুলাই ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং জেনারেল স্টাফ সদর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালালে পরিস্থিতির আরো অবনতি হয়।

এরপর গত বৃহস্পতিবার গাজার চার্চ অফ দ্য হলি ফ্যামিলিতে ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত এবং আরো ১০ জন আহত হন। এর মধ্যে প্যারিশ পুরোহিতও ছিলেন।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সিরিয়ায় ইসরাইলি হামলার ফলে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ‘ট্রাম্প প্রশাসনের ভেতরে সন্দেহ সৃষ্টি হয়েছে’ এবং এই ধারণা পোষণ করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে তার নীতিগুলো ‘অত্যধিক প্রতিবন্ধক সৃষ্টিকারী’।

গাজা প্রসঙ্গে লেভিট বলেন, ‘সংঘাত অনেক দীর্ঘ হয়ে গেছে এবং সাম্প্রতিক সময়ে তা ভয়ানক নিষ্ঠুর হয়ে উঠেছে। প্রেসিডেন্ট চাচ্ছেন এই রক্তপাত বন্ধ হোক, যুদ্ধবিরতির পথে আলোচনা শুরু হোক এবং গাজা থেকে সব ইসরাইলি পণবন্দীদের মুক্ত করা হোক।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি