কাতার ইসরাইলি হামলা : নেতানিয়াহুর উপর দায় চাপালেন ট্রাম্প

ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি

কাতারে হামলার সিদ্ধান্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই গ্রহণ করেছেন। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে কখনো আর ঘটবে না।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে হামলার সিদ্ধান্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই গ্রহণ করেছেন। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে কখনো আর ঘটবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, হামলার বিষয়ে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলে সানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সাথে কথা বলেছেন। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি আরো বলেন, ‘কাতারে এমন একতরফা হামলায় ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা নেই।’ এ সময় নেতানিয়াহুর এমন হঠকারি সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সহায়তা ও আন্তরিকতায় তিনি অভিভূত।’ কাতারের প্রশংসা করে তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় কাতার যুক্তরাষ্ট্রকে অনেক নিষ্ঠা, সাহসিকতা ও ঝুঁকি নিয়ে সহযোগিতা করছে।’ এ সময় কাতারের সাথে প্রতিরক্ষা সহায়তা চুক্তির উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দোহায় পাঠানোর কথাও উল্লেখ করেন।

তিনি জানান, কাতারে ইসরাইলি হামলার বিষয়ে খবর দেয়ার জন্য তিনি মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিফ উইটকফকে পাঠিয়েছিলেন। তিনি দুঃখজনক ব্যাপার হলো, তার সংবাদ দিতে দেরি হয়ে গেছে।

সূত্র : আল জাজিরা