প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ৫

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এতে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বুধবার (২২ অক্টোবর) জানিয়েছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরে দুটি নৌযানে হামলা চালিয়ে মার্কিন সেনাবাহিনী পাঁচজন সন্দেহভাজন মাদক কারবারিকে হত্যা করেছে। ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হেগসেথ বুধবার বিকেলে জানান, সেনাবাহিনী মঙ্গলবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে আক্রমণ করেছে এবং দুইজনকে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক ব্যবসার বিরুদ্ধে নতুন অভিযান শুরু করার পর এটি প্রশান্ত মহাসাগরে তাদের প্রথম সামরিক অভিযান ছিল।

এর কয়েক ঘণ্টা পর হেগসেথ বলেন, বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে সামরিক বাহিনী আরেকটি জাহাজে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে।

ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে সাতটি মার্কির হামলার পরে এই হামলা চালানো হয়েছে। এতে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

হেগসেথ কোনো প্রমাণ দেয়া ছাড়াই বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, জাহাজটি অবৈধ মাদক কারবারের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এটি একটি পরিচিত মাদক-পাচারের পথ ধরে যাতায়াত করছিল এবং মাদকদ্রব্য বহন করছিল।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া দুটি হামলার প্রায় ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। দুটি নৌযানকেই পানিতে চলতে এবং পরে বিস্ফোরিত হতে দেখা যায়।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। তবে এসব নৌযানে কতটুকু মাদক ছিল অথবা আসলেই তারা মাদকদ্রব্য বহন করছিল কি না, সে সম্পর্কে ট্রাম্প প্রশাসন খুব কমই বিশদ বিবরণ দিয়েছে।

সূত্র : রয়টার্স