মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় দ্রুত শুনানির জন্য বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসন দাবি করেছে, এই রায় ইতোমধ্যেই সংবেদনশীল বাণিজ্য আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
সলিসিটর জেনারেল জন সাওয়ার আহ্বান জানিয়েছেন, এই আদালত যেন যথাসম্ভব দ্রুত এ মামলার নিষ্পত্তি করে। কারণ প্রেসিডেন্টের শুল্কের পূর্ণ আইনি অবস্থান দ্রুত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদালতে দাখিল করা আবেদনে তিনি আগামী নভেম্বরের শুরুতেই মৌখিক শুনানি চেয়েছেন।
মার্কিন ফেডারেল সার্কিটের আপিল আদালত ৭-৪ ভোটে রায় দেয়ার পর আবেদনটি করা হয়েছে। ওই রায়ে বলা হয়েছে, ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্টের জরুরি অর্থনতিক অবস্থা সংক্রান্ত ক্ষমতার অপব্যবহার করেছেন।
তবে বিচারকরা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত শুল্ক বহাল রাখার অনুমতি দেন। ফলে ট্রাম্প সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে যাওয়ার জন্য সময় পান।
সূত্র : এএফপি/বাসস