ভেনিজুয়েলার সাথে যেকোনো ধরনের সমস্যা হলে গায়ানার পাশে থেকে দেশটিকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। গায়ানায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপিকে এ কথা বলেছেন। গায়ানার সাথে ভেনিজুয়েলার সীমান্ত বিরোধ রয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গায়ানায় বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু অপরিশোধিত তেলের মজুত রয়েছে এবং এর বেশিভাগই বিতর্কিত এসেকুইবো অঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলটিতে গায়ানার প্রায় দুই-তৃতীয়াংশ মালিকানা রয়েছে এবং ভেনিজুয়েলা এই অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে।
প্রতিবেশী দেশ দুটির মধ্যকার এই ভূখণ্ডগত বিরোধ একটি দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের কারণ হয়ে দেখা দিয়েছে। এক দশক আগে এক্সনমোবিল এসেকুইবো অঞ্চলে বিশাল সমুদ্রের তলদেশে তেলের মজুত আবিষ্কার করার পর থেকে এবং ২০২৩ সালে গায়ানা তেল ব্লক নিলাম শুরু করলে, বিবাদমান দুই দেশের মধ্যে উত্তেজনা অধিকতর তীব্র হয়। এসেকুইবো ১০০ বছরেরও বেশি সময় ধরে গায়ানা কর্তৃক পরিচালিত হয়ে আসছে।
রাজধানী জর্জটাউনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত নিকোল থেরিয়ো বলেন, ‘যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে আমরা গায়ানার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গায়ানার সার্বভৌমত্ব রক্ষার জন্য পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করেছে। এই মোতায়েনকে তারা মাদকবিরোধী অভিযানের অংশ বলে অভিহিত করছে। কিন্তু কারাকাস দাবি করছে, এটি দেশটির শাসন পরিবর্তনের কৌশল।
সূত্র : বাসস



