সাড়ে ৫ কোটি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসনের বিরুদ্ধে কঠোর দমন অভিযান শুরু করেছেন। শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ অভিবাসীরাও এর আওতায় পড়ছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার (২১ আগস্ট) জানিয়েছে, তারা মার্কিন ভিসাধারী সাড়ে পাঁচ কোটি ৫০ লাখেরও বেশি বিদেশীর রেকর্ড পর্যালোচনা করছে। ভিসা বাতিল বা অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিষয় খুঁজে বের করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। যা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের কারণ হতে পারে।

একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কর্মভিসা দেয়া বন্ধ করছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বিদেশী ট্রাকচালকরা ‘মার্কিন নাগরিকদের জীবন বিপন্ন করছে এবং স্থানীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, সব মার্কিন ভিসাধারীদেরই ‘নিরবচ্ছিন্ন যাচাই-বাছাইয়ের’ আওতায় আনা হবে। কোনোভাবে তারা ভিসার অযোগ্য প্রমাণিত হলে তা বাতিল হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাকে বহিষ্কার করা হবে।

পররাষ্ট্র দফতর আরো জানায়, মূলত ভিসাধারীরা অতিরিক্ত সময় অবস্থান করছেন কি-না, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত কি-না, জননিরাপত্তার জন্য হুমকি কি-না, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত কি-না বা ‘সন্ত্রাসী সংগঠনকে’ সহায়তা করছে কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসনের বিরুদ্ধে কঠোর দমন অভিযান শুরু করেছেন। শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ অভিবাসীরাও এর আওতায় পড়ছেন।

যদিও ট্রাম্প প্রশাসন প্রথমে বলেছিল যে তারা শুধুমাত্র বিপজ্জনক অপরাধীদের ওপর নজর রাখবে, তবুও প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে। নিউইয়র্ক টাইমস এ সপ্তাহে জানিয়েছে, চলতি বছরের মধ্যে প্রায় চার লাখ মানুষকে বহিষ্কার করতে পারে মার্কিন সরকার।

রেস্তোরাঁ, নির্মাণ সাইট, খামার, এমনকি আদালত প্রাঙ্গণে নজিরবিহীন অভিযানে কাজের অনুমতিপ্রাপ্ত অভিবাসীদেরও টার্গেট করা হচ্ছে। আদালতে যারা বৈধ মর্যাদা পাওয়ার জন্য শুনানিতে হাজির হচ্ছেন, তাদেরও গ্রেফতার করছে অভিবাসন কর্তৃপক্ষ।

এছাড়াও ট্রাম্প প্রশাসন মানবিক প্যারোল ও অস্থায়ী সুরক্ষিত মর্যাদার মতো কর্মসূচিও সীমিত করার উদ্যোগ নিয়েছে। যা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি বিভিন্ন দেশের লাখ লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অধিকার দিয়েছে।

সূত্র : আল জাজিরা