যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ৫০০ জনেরও বেশি ভয়েস অব আমেরিকার কর্মীকে ছাঁটাই করার পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেছেন। সোমবার আদালতের এক আদেশে এই ঘোষণা দেয়া হয়।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
মার্কিন বিরোধীরা লাভবান হবে এমন আইনি বিরোধ এবং সমালোচনা সত্ত্বেও ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার একজন সিনিয়র উপদেষ্টা কারি লেক সরকার-অর্থায়িত মিডিয়াকে ধ্বংস করার ট্রাম্পের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন।
১৯৪২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো ট্রাম্পের নির্দেশে ভিওএ’র শত শত কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ দেয়া হয়।
কিন্তু মার্কিন জেলা বিচারক রয়েস ল্যামবার্থ লেকের বিরুদ্ধে রায় দেন এবং ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকা বরখাস্তের আদেশ স্থগিত করেন।
বিচারক ল্যামবার্থ পরবর্তী মাসের জন্য নির্ধারিত আরো আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে লিখেছেন, ‘২৯ আগস্ট, ২০২৫ তারিখে বা তার কাছাকাছি সময়ে আসামী লেক কর্তৃক ঘোষিত বলপ্রয়োগ হ্রাস স্থগিত করা হয়েছে এবং বাস্তবায়িত নাও হতে পারে যতক্ষণ না এই আদালত বাদীর আবেদনের ওপর রায় দেয়।’
১৯ পৃষ্ঠার আইনি আদেশে বিচারক বলেছেন, লেকের পদক্ষেপগুলো ‘স্বেচ্ছাচারী এবং কৌতুকপূর্ণ এবং আইন অনুসারে নয়’ এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর আদালত এপ্রিল মাসে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করে।
তিনি আরো বলেছেন, সোমবারের রায়ের উদ্দেশ্য ছিল নিষেধাজ্ঞা কার্যকর করা এবং ভিওএ-এর অনুষ্ঠানমালা পুনরুদ্ধার করা যাতে ইউএসএজিএম তার বিধিবদ্ধ আদেশ পালন করে।
লেক বলেছেন, জুনের বরখাস্তের নোটিশগুলো ‘একটি ফুলে ওঠা, জবাবদিহিহীন আমলাতন্ত্রকে ভেঙে ফেলার জন্য দীর্ঘদিনের অপ্রত্যাশিত প্রচেষ্টা’ ছিল।
বিচারক দেখেছেন, লেক এবং অন্যান্য আসামীরা এপ্রিলের নিষেধাজ্ঞা মেনে চলার পরিকল্পনা করেছিলেন কি-না সে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আদালতের প্রচেষ্টাকে বাধা দিয়েছেন।
বিচারক লিখেছেন, ‘আদালতের আর কোনো সন্দেহ নেই যে আসামীদের প্রাথমিক নিষেধাজ্ঞা মেনে চলার কোনো পরিকল্পনা নেই এবং পরিবর্তে তারা আইনগত বাধ্যবাধকতা লঙ্ঘন করে আর্থিক বছরের সময় শেষ করে দিচ্ছে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান নরম শক্তির হাতিয়ার হিসেবে তৈরি, ‘ইউএসএজিএম’ হল একটি স্বাধীন সংস্থা যা ভোয়া, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়া এবং কিউবা ব্রডকাস্টিং অফিসের মতো সংস্থাগুলোর মাধ্যমে গণতন্ত্রের প্রচার এবং বিদেশে প্রচারণা মোকাবেলা করার দায়িত্বপ্রাপ্ত।
ট্রাম্প প্রায়ই গণমাধ্যমের ওপর আক্রমণ চালান এবং ভিওএ-র তথাকথিত সম্পাদকীয় ফায়ারওয়ালের সমালোচনা করেন, যা সরকারকে তাদের সংবাদ প্রচারে হস্তক্ষেপ করতে বাধা দেয় এবং যাকে প্রেসিডেন্ট তার প্রশাসনের জন্য অত্যন্ত সমালোচনামূলক বলে মনে করেন।
সূত্র : এএফপি/বাসস