ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারেকে করেছে স্থানীয় পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেয়ার বলসোনারেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। কয়েকদিন পর তার দণ্ড কার্যকর শুরু হতো। এর আগেই তাকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, তার বিরুদ্ধে পুলিশই একটি প্রতিরোধমূলক গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল। যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে।
সূত্র : রয়টার্স



