দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ট্রাম্পের, করতে পারেন শি জিনপিংয়ের সাথে বৈঠক

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে শি-ট্রাম্পের বৈঠক নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা।

রোববার (৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অক্টোবরের শেষের দিকে ও নভেম্বরের শুরুতে গিওংজু শহরে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। একে ট্রাম্পের জন্য চীনের প্রসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাপেক সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। গত মাসে এক ফোনালাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান শি। মার্কিন প্রেসিডেন্টও পাল্টা আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও এখনো তারিখ নির্ধারিত হয়নি

সফরের বিস্তারিত এখনো চূড়ান্ত করা হয়নি, মার্কিন প্রেসিডেন্ট সফরে অন্য কোথাও যাত্রাবিরতি করবেন কি-না তা স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, প্রশাসন এটিকে ট্রাম্পের জন্য যুক্তরাষ্ট্রে আরো অর্থনৈতিক বিনিয়োগ আনার একটি সুযোগ হিসেবে দেখছে। সাম্প্রতিক বিদেশ সফরগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এটিই ছিল ট্রাম্পের প্রধান লক্ষ্য।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে জানান, দক্ষিণ কোরিয়া সফর নিয়ে আলোচনা হচ্ছে। এটি অর্থনৈতিক সহযোগিতার ওপর আলোকপাত করবে। অন্যান্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতার ওপর আলোকপাত করা।

এই সফর ট্রাম্পকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারো বৈঠকে বসার সুযোগ তৈরি করতে পারে। তবে কিম সেখানে যোগ দেবেন কি-না, তা এখনো অনিশ্চিত। কর্মকর্তারা জানান, আপাতত শি’র সাথে সম্ভাব্য বৈঠকের আয়োজনের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

আলোচনার সাথে পরিচিত সূত্রগুলো জানায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সপ্তাহে তার সাথে সাক্ষাতের সময় ট্রাম্পকে অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, এ সফর ট্রাম্প ও কিমের বৈঠকেরও সুযোগ করে দিতে পারে।