ভেনিজুয়েলায় মার্কিন হামলায় কিউবার ৩২ যোদ্ধা নিহত

এ সময় তাদের বাধা দিলে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কিউবার ৩২ যোদ্ধাকে হত্যা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ
ভেনিজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ |সংগৃহীত

ভেনিজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মার্কিন ডেল্টা ফোর্স। এ সময় তাদের বাধা দিলে প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কিউবার ৩২ যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কিউবার ৩২ যোদ্ধাকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এ ঘটনায় হাভানা নিহতদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।

কিউবাভিত্তিক বার্তাসংস্থা প্রেনসা ল্যাটিনা জানিয়েছে, ভেনিজুয়েলা সরকারের অনুরোধে এই যোদ্ধাদের নিয়োগ দিয়েছিল কিউবা। কিউবার যোদ্ধারা এই সঙ্কটময় পরিস্থিতিতে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু মার্কিন ডেল্টা ফোর্সের সুবিধাজনক অবস্থান থাকায় তাদের হত্যা করে।

কিউবা ভেনেজুয়েলার সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং বছরের পর বছর ধরে ল্যাটিন আমেরিকার দেশটিতে অভিযানে সহায়তা করার জন্য সামরিক ও পুলিশ বাহিনী পাঠিয়ে আসছে।

মার্কিন অভিযানের পর মাদকসংক্রান্ত অভিযোগে মামলার মুখোমুখি হতে মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। ৬৩ বছর বয়সী ভেনেজুয়েলার এই নেতার আজ সোমবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা