যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে তার প্রশাসন ভালোভাবে কাজ করছে। তিনি রদ্রিগেজের সাথে বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন।
রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ভেনিজুয়েলা পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনিজুয়েলায় সব কিছু বেশ ভালোভাবেই চলছে। বর্তমান নেতৃত্বের সাথে আমরা খুব চমৎকারভাবে কাজ করছি।’
ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ডেলসি রদ্রিগেজের সাথে কোনো বৈঠকের পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো এক সময় আমি (বৈঠকে) বসব।’
সূত্র : বাসস



