ভেনিজুয়েলার ‘মাদকবাহী’ নৌকায় হামলা আইনসঙ্গত : দাবি যুক্তরাষ্ট্রের

সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে ১৯টি হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট |সংগৃহীত

ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদক বহনকারী নৌযানে একজন মার্কিন অ্যাডমিরালের সিদ্ধান্তকে সমর্থন করেছে হোয়াইট হাউস। সোমবার (১ ডিম্বেবর) হোয়াইট হাউস জানিয়েছে, তার কাছে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের অনুমোদন ছিল। যদিও সমালোচকরা বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার হামলায় নৌকার দু’জন আরোহী বেঁচে যান। এরপর তাদের মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং তা করা হয়েছিল হেগসেথের নির্দেশ মেনে।

এর আগে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নৌকায় দ্বিতীয়বার হামলা করতে চাইতেন না এবং হেগসেথ এমন কোনো নির্দেশ দেয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার বলেছেন, হেগসেথ অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলিকে ২ সেপ্টেম্বর হামলা চালানোর জন্য অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ‘সেক্রেটারি হেগসেথ অ্যাডমিরাল ব্র্যাডলিকে এই হামলা চালানোর জন্য অনুমোদন দিয়েছেন। অ্যাডমিরাল ব্র্যাডলি তার কর্তৃত্ব ও আইনের মধ্যে থেকেই নৌযানটি ধ্বংস ও যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি দূর করতে পদক্ষেপ নিয়েছেন।’

লেভিট বলেন, ‘মার্কিন স্বার্থ রক্ষার জন্য আত্মরক্ষার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল। আন্তর্জাতিক পানিসীমায় এটি সংঘটিত হয়েছে এবং সশস্ত্র সংঘাতের আইনের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। প্রশাসন এই মাদক সন্ত্রাসীদের বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে।’

সেপ্টেম্বর থেকে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে কমপক্ষে ১৯টি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। সমালোচকরা হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় আইনপ্রণেতাই তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : রয়টার্স