যুক্তরাষ্ট্রের ডালাসে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক কেন্দ্রে বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলিবর্ষণে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
হিউস্টন থেকে বৃহস্পতিবার এ এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ডালাস পুলিশ বিভাগ এক্সে এক পোস্টে জানিয়েছে, সংলগ্ন ভবন থেকে আইসিই কেন্দ্রে গুলি চালানো সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, বন্দুকধারী আত্মঘাতী গুলিতে মারা গেছেন।
নোয়েম এক্সে বলেছেন, ‘আমরা এখনো উদ্দেশ্য জানতে না পারলেও, আমরা জানি, আমাদের আইসিই আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে অভূতপূর্ব সহিংসতার মুখোমুখি হচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।’
স্থানীয় টেলিভিশন স্টেশন ফক্স-৪ জানিয়েছে, গুলিবিদ্ধ তিনজন ব্যক্তি আইসিই হেফাজতে আটক ছিলেন।
এতে বলা হয়েছে যে, বন্দুকধারী একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে আসার সাথে সাথে নিজেকে গুলি করেছিলেন।
আইসিইর উপ-পরিচালক ম্যাডিসন শিহান ফক্স নিউজকে বলেছেন, এই হামলায় আইসিইর কোনো কর্মকর্তা আহত হননি।
শিহান বলেছেন, ‘আমরা আইসিইর স্থাপনাগুলোতে প্রচুর সহিংসতা দেখেছি এবং এটিই প্রথমবার নয়। আমরা এর আগেও এসব স্থাপনায় আক্রমণ দেখেছি।’
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে বলেছেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার ওপর বিশেষ করে আইসিইর ওপর আগ্রাসী আক্রমণ বন্ধ হওয়া উচিত। আমি এই হামলায় আহত সকলের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
আইসিই হলো সরকারি সংস্থা, যা প্রধানত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দায়ী। যাতে লাখ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।
এই বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিবাসন অভিযানের ফলে অস্থিরতা ও বিক্ষোভের সূত্রপাত হওয়ার পর ট্রাম্প ক্যালিফোর্নিয়া শহরে ন্যাশনাল গার্ড এবং মেরিনদের পাঠিয়েছিলেন।
জুলাই মাসে টেক্সাসের আরেকটি আইসিই স্থাপনায় হামলা চালানো হয়েছিল। ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা ঘাড়ে আহত হয়েছিলেন।
আলভারাডো শহরের আইসিই কেন্দ্রে হামলায় তাদের ভূমিকার জন্য দশজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, কালো সামরিক পোশাক পরিহিত হামলাকারীরা আইসিই স্থাপনায় আতশবাজি ছোড়ে এবং গাড়ি এবং একটি প্রহরী অবকাঠামোতে ‘ট্রেইটার’ এবং ‘আইসিই পিগ’ স্প্রে করে রঙ করে।
টেক্সাসের ম্যাকঅ্যালেনে মার্কিন সীমান্ত পেট্রোল স্থাপনায় অ্যাসল্ট রাইফেলধারী এক ব্যক্তি গুলি চালানোর মাত্র কয়েকদিন আগে আলভারাডোর ঘটনাটি ঘটে।
২৭ বছর বয়সী ওই ব্যক্তি বর্ডার পেট্রোল অ্যানেক্সের প্রবেশপথে অ্যাসল্ট রাইফেল থেকে কয়েক ডজন রাউন্ড গুলি চালান এবং গুলিবিদ্ধ হন।
ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা এবং সীমান্তে টহলরত এক কর্মচারী আহত হন।