ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের অবসান’ ঘটাবে।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিকোলাস মাদুরো দাবি করেন, ট্রাম্পের চারপাশের চক্রগুলো একটি সশস্ত্র পদক্ষেপ নিতে ‘উসকানি’ দিচ্ছে। যা তার মতে, মার্কিন প্রেসিডেন্টকে ‘ধ্বংসের মুখে ঠেলে দেবে’।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনিজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক। আর সেটা হলে তার নেতৃত্ব ও নাম— উভয়ের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। তাকে চাপ দেয়া হচ্ছে, উসকানি দেয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এই উসকানি তার প্রতিপক্ষ ও পরিচিত শত্রুদের কাছ থেকে আসে। তার আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উসকানি আসছে, যারা ট্রাম্প-পরবর্তী সময় নিয়ে হিসাব কষছে এবং এতে তার ক্ষতি হলে তাতে তাদের সমস্যা নেই।
মাদুরো বলেন, ভেনিজুয়েলা ওয়াশিংটনের সাথে ‘মুখোমুখি’ সংলাপের জন্য প্রস্তুত। তিনি পুনর্ব্যক্ত করেন, তার সরকারের অবস্থান অপরিবর্তিত- কূটনীতি ও মতৈক্যের পথেই সমাধান খুঁজে পাওয়া।
এর আগে, রোববার ট্রাম্প বলেছিলেন, মাদুরোর সাথে ‘আলোচনা হতে পারে কারণ ভেনিজুয়েলা আলোচনা করতে চায়’। যদিও পরে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দেশটির বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড



