মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন। ওয়াশিংটনে একজন আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার এক দিন পর তিনি এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, ‘মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন, এমন যে কাউকে দেশ থেকে বের করে দেয়া হবে।
মার্কিন প্রেসিডন্ট আরো বলেন, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি। সেই সাথে যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা ‘পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ এমন বিদেশী নাগরিককে নির্বাসিত করা হবে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের থ্যাঙ্কসগিভিংয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ হওয়া ট্রাম্পের এই ক্ষুব্ধ পোস্টটি তার দ্বিতীয় মেয়াদে অভিবাসীদের ওপর আরো কঠোর বিধিনিষেধের প্রতি ইঙ্গিত দেয়। তিনি বলেন, ‘অবৈধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জনসংখ্যার একটি বড় অংশ কমাতে এই লক্ষ্যগুলো অনুসরণ করা হবে।’
এর আগে, ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, বিশ্বের ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো বলেন, যেসব দেশ নিয়ে উদ্বেগ আছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশীর গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে ট্রাম্প নির্দেশ দিয়েছেন।
সূত্র : এএফপি



