ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মাচাদোর সাথে বৈঠকে আগ্রহী ট্রাম্প

‘আমি বুঝতে পারছি যে তিনি আগামী সপ্তাহের কোনো এক সময় আসবেন। আমি তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো
ডোনাল ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সাথে আগামী সপ্তাহে একটি বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি ভেনিজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সাথে ‘আগামী সপ্তাহ’ একটি বৈঠক করার প্রত্যাশা করছেন।

মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আত্মগোপনে ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্প্রচারক শন হ্যানিটিকে বলেন, ‘আমি বুঝতে পারছি যে তিনি আগামী সপ্তাহের কোনো এক সময় আসবেন। আমি তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’