যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

রোড আইল্যান্ডের কর্মকর্তাদের মতে, সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বাইরে আইনপ্রয়োগকারী কর্মকর্তারা
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বাইরে আইনপ্রয়োগকারী কর্মকর্তারা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার (১৩ ডিসেম্বর) বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন। শহরের মেয়র ব্রেট স্মাইলি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোড আইল্যান্ডের কর্মকর্তাদের মতে, সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছেন। তিনি কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি।

এক সংবাদ সম্মেলনে স্মাইলি বলেন, ‘বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করে বলতে পারি দুইজন নিহত হয়েছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন।’

তবে হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। তিনি হতাহতদের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বলেন, ঘটনা এখনো তদন্তনাধীন।

শনিবার স্থানীয় সময় আনুমানিক ৪টা ২২ মিনিটে বিশ্ববিদ্যালয়টি প্রথম জরুরি বার্তা জারি করে জানায়, বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যা ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। বারুস অ্যান্ড হলি ভবনের প্রথম তলার একটি শ্রেণীকক্ষেই গুলি চালানোর ঘটনাটি ঘটে।

প্রভিডেন্স পুলিশ প্রধান টিমোথি ও’হারার মতে, ঘটনাস্থলে পৌঁছানোর পর আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভবনটিতে তল্লাশি চালায়। তিনি আরো বলেন, সন্দেহভাজন ব্যক্তি কিভাবে ভবনে প্রবেশ করেছিল তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা