ভেনিজুয়েলার উপকূল থেকে মার্কিন সেনাবাহিনী একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ বৃদ্ধির প্রতি ইঙ্গিত দেয়।
বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমরা ভেনিজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার জব্দ করেছি। বেশ বড় একটা ট্যাঙ্কার, জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা।’
এদিকে, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে ‘ভেনিজুয়েলা ও ইরান থেকে অনুমোদিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত একটি অপরিশোধিত তেল ট্যাঙ্কার’ হিসেবে বর্ণনা করেছেন।
তবে কারাকাস এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিহিত করেছে। এর আগে, মাদুরো ঘোষণা করেছিলেন যে ভেনিজুয়েলা কখনোই ‘তেলের উপনিবেশ’ হয়ে উঠবে না।
ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে মাদুরোর ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা তীব্র করেছে। এদিকে ভেনিজুয়েলার অভিযোগ, ওয়াশিংটন তার তেল কেড়ে নেয়ার চেষ্টা করছে। দেশটিতে বিশ্বের কয়েকটি বড় তেলের মজুদ রয়েছে।
সূত্র : বিবিসি



