মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম ওক্সাকা অঞ্চলে স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। মেক্সিকোর নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে ভ্রমণকারী ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য ছিল। মোট ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি নিজান্দা শহরের কাছে বাঁক নিতে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে তদন্ত চলছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম বলেছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি বলেছেন, নৌবাহিনীর সচিবসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
দুর্ঘটনার স্থান থেকে পাওয়া ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা যাত্রীদের ট্রেন থেকে নামতে সাহায্য করছেন। ট্রেনটি রেললাইন থেকে সরে যায় এবং আংশিকভাবে একটি পাহাড়ের পাশে কাত হয়েছিল।
নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটি সালিনা ক্রুজের প্রশান্ত মহাসাগরীয় বন্দরকে উপসাগরীয় উপকূলে কোটজাকোলকোসের সাথে সংযুক্ত করে। এতে দু’টি লোকোমোটিভ এবং চারটি যাত্রীবাহী গাড়ি ছিল। মেক্সিকোর নৌবাহিনী দেশটির রেলওয়ে নেটওয়ার্ক পরিচালনা করে।
সূত্র : বিবিসি



