মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৪ অক্টোবর) বলেছেন, তিনি ন্যাটোতে জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, তা পূরণ করতে ব্যর্থ হওয়ার শাস্তি হিসেবে তিনি স্পেনের ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি ন্যাটোর জন্য অত্যন্ত অসম্মানজনক। আমি তাদের কাজের জন্য শুল্কের মাধ্যমে তাদের বাণিজ্য শাস্তি দেয়ার কথা ভাবছিলাম, এবং আমি হয়ত তা করব।’
এর আগে, গত সপ্তাহে উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থতার জন্য ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন।
চলতি বছরের জুন মাসে ৩২ সদস্য রাষ্ট্রের সামরিক জোট ন্যাটো ট্রাম্পের চাপে আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করতে সম্মত হয়। কিন্তু স্পেন জোর দিয়ে বলেছে, তাদের ওই সংখ্যায় পৌঁছানোর প্রয়োজন হবে না। দেশটি গত বছর ন্যাটোর প্রতিরক্ষা খাতে তুলনামূলকভাবে কম ব্যয় করেছে।
সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তি দিয়ে বলেন, সাইবার নিরাপত্তা ও পরিবেশসহ নির্দিষ্ট ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের চেয়ে তার তার বিচারে দেশটির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ করা উচিত।
ট্রাম্পের বহিষ্কারের হুমকির পর, মাদ্রিদের সরকারি সূত্র শুক্রবার জানায়, স্পেন ন্যাটোর প্রতিশ্রুতিবদ্ধ একটি পূর্ণ সদস্য দেশ। যুক্তরাষ্ট্রের মতোই দেশটি এর সক্ষমতা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করে থাকে।
সূত্র : এএফপি