মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তান সংঘাত সমাধানের দাবি পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন, ‘সাতটি যুদ্ধ’ থামানোর জন্য তার শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) ট্রাম্প আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাদের নৈশভোজে বলেছেন, ‘বিশ্ব মঞ্চে আমরা আবারো এমন কিছু কাজ করে উঁচুস্তরে সম্মানিত হয়েছি, যা আমরা আগে কখনো পাইনি। আমরা শান্তি চুক্তি করছি, এবং আমরা যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করেছি।’
তিনি আরো বলেন, ‘ভারত ও পাকিস্তানের কথা ভাবুন। আপনারা জানেন আমি কিভাবে বাণিজ্যের মাধ্যমে এটা বন্ধ করেছি। তারা বাণিজ্য করতে চায় এবং উভয় নেতার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আপনারা এসব যুদ্ধের দিকে তাকান যেগুলো আমরা থামিয়ে দিয়েছি। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো ও সার্বিয়া, ইসরাইল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, রুয়ান্ডা ও কঙ্গো। আমরা তাদের সবাইকে থামিয়ে দিয়েছি। এবং তাদের ৬০ শতাংশ বাণিজ্যের কারণে যুদ্ধ বন্ধ করেছে।’
ট্রাম্প বলেন, ‘ভারতের ক্ষেত্রে আমি বলেছিলাম, যদি আপনারা যুদ্ধ করতে চান, তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। পরে তারা যুদ্ধ থামিয়েছে।’
তিনি জানান, তাকে বলা হয়েছিল যে যদি তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করতে পারেন, তাহলে তাকে নোবেল পুরস্কার দেয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাকি সাতটা যুদ্ধের কী হবে? আমার প্রত্যেকটি যুদ্ধ থামানোর জন্য নোবেল পুরষ্কার পাওয়া উচিত। তারা বললেন, কিন্তু যদি আপনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামান, তাহলে আপনি নোবেল পেতে পারেন।’
ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান করা সহজ হবে কারণ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে।
সূত্র : এনডিটিভি