জেলেনস্কিকে আবারো ভূখণ্ড ছেড়ে দেয়ার আহ্বান ট্রাম্পের

ট্রাম্প ইউক্রেনের ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কিয়েভ ও মস্কো উভয়কেই নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার কথা ভাবছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভূখণ্ডের একাংশ ছেড়ে দেয়ার জন্য চাপ দিয়েছেন। যা ইউক্রেনের প্রতিনিধিদলকে হতাশ করেছে। আলোচনার বিষয়ে অবগত দুইজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনের ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কিয়েভ ও মস্কো উভয়কেই নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার কথা ভাবছেন। তার এমন মন্তব্য ইউক্রেনের প্রতিনিধিদলের কাছে বিভ্রান্তিকর বলে মনে হয়েছে।

জেলেনস্কির সাথে বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধবিরতির আহ্বান জানান। তৃতীয় এক ব্যক্তি বলেন, জেলেনস্কি স্বেচ্ছায় মস্কোকে কোনো অঞ্চল ছেড়ে দেবেন না বলার পরও বৈঠকের সময় ট্রাম্প এই প্রস্তাবটি উত্থাপন করেন।

তৃতীয় সূত্রটি বলেছে, ‘(ট্রাম্প) সীমানা রেখায় আমরা যেখানে আছি, সেখানেই চুক্তি’ করার সিদ্ধান্তের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

এদিকে ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি তাদের যা করা উচিত তা হলো, তারা যুদ্ধক্ষেত্রে যেখানে আছে সেখানেই থেমে যাওয়া। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব কঠিন যদি আপনি বলেন, আপনার এটা নিন, আমরা ওটা নিব।’

ইউক্রেনকে অবশ্যই দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে- জেলেনস্কিকে তিনি এমন কথা বলেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। এটি যেভাবে আছে সেভাবেই থাকুক। আমার মনে হয় ৭৮ শতাংশ ভূমি ইতোমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটি এখন যেমন আছে তেমনই থাকুক। তারা পরে এটা নিয়ে আলোচনা করতে পারে।’

সূত্র : রয়টার্স