ভারতের বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। এর ফলে দেশটির ফেডারেল সরকার গোষ্ঠীটির সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করতে পারবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল জননিরাপত্তা মন্ত্রী এই পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, সংগঠনটি কানাডার প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করেছে।
গত বছর কানাডার পুলিশ অভিযোগ করেছিল, ভারত সরকারের অ্যাজেন্টরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে ‘হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ড’ চালাচ্ছে এবং খালিস্তানপন্থী আন্দোলনের সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। ভারত সে সময় অভিযোগ অস্বীকার করে বলেছিল, কানাডা তাদের সম্পর্কে কোনো প্রমাণ সরবরাহ করেনি।
সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ফলে কানাডার সরকার এখন গোষ্ঠীটির সম্পত্তি ও অর্থ জব্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, ভ্রমণ ও সদস্য সংগ্রহের মতো অপরাধে মামলা করার আইনি ক্ষমতা পেল।
কানাডার তথ্যমতে, বিষ্ণোই গ্যাং একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন। যা মূলত ভারত থেকে পরিচালিত হয়। ৩২ বছর বয়সী লরেন্স বিষ্ণোই এর প্রধান। তিনি গত এক দশক ধরে কারাগারে আছেন। গ্যাংটির কানাডায় উপস্থিতি রয়েছে এবং প্রবাসী সম্প্রদায়ের এলাকাগুলোতে সক্রিয়।
ভারতের তদন্তকারীরা জানান, কারাগারে থেকেও লরেন্স বিষ্ণোই ৭০০ সদস্যের একটি চক্র নিয়ন্ত্রণ করেন। যারা তারকাদের কাছ থেকে চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালান এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে জড়িত।
কানাডার বিরোধী দল এবং আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক প্রধানমন্ত্রীদের চাপের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি সরকারকে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে এই গ্যাংকে দমন করার সুযোগ দেবে।
সূত্র : বিবিসি