ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি

এই তরুণ মুসলিম নেতার গণতান্ত্রিক সমাজতন্ত্রী নীতির কড়া সমালোচক ছিলেন ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটির পার্টির প্রার্থী জোহরান মামদানি।

মঙ্গলবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছিলেন তিনি।

মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, তার সুস্পষ্ট বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হারানোর’ পথ দেখিয়ে দিয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এই তরুণ মুসলিম নেতার গণতান্ত্রিক সমাজতন্ত্রী নীতির কড়া সমালোচক ছিলেন ট্রাম্প।

সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বিজয় ভাষণে মামদানি বলেন, ‘যদি কেউ দেখাতে পারে যে কিভাবে ট্রাম্পের হাতে প্রতারণার শিকার হওয়া একটি জাতিকে মুক্ত করা যায়, তবে সেটা সেই শহরই দেখাবে, যেখান থেকে ট্রাম্পের উত্থান।’

তিনি আরো বলেন, ‘এই রাজনৈতিক অন্ধকারের সময়ে নিউইয়র্কই হবে আলোর উৎস।’

সূত্র : বাসস