বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

এর আগেই সপ্তাহের শুরুতে, মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
টেসলার নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক
টেসলার নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক |সংগৃহীত

ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ শুক্রবার রাতে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট গত বছর টেসলার বাতিল হওয়া ১৩৯ বিলিয়ন ডলারের স্টক অপশনগুলো মাস্ককে ফেরত দেয়ার নির্দেশ দিলে তার সম্পদে এই বিশাল সংযোজন ঘটে।

মাস্কের ২০১৮ সালের বেতন প্যাকেজ নিয়ে আইনি লড়াই চলছিল। যা একসময় ৫৬ বিলিয়ন ডলার মূল্যের ছিল। এর আগে, একটি নিম্ন আদালত এই বিশাল অঙ্কের চুক্তিকে ‘অবিশ্বাস্য’ বলে বাতিল করলেও, দুই বছর পর সুপ্রিম কোর্ট তা মাস্ককে ফিরিয়ে দেয়।

সুপ্রিম কোর্ট বলেছে, ২০২৪ সালের যে রায়ে ওই বেতন প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা যথোপযুক্ত ছিল না এবং এই রায়ের মধ্য দিয়ে ইলন মাস্কের প্রতি অন্যায় করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতেই, মহাকাশ প্রযুক্তি খাতে তার স্টার্ট-আপ স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদের মাইলফলক স্পর্শ করেছেন।

এর আগে, নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি বেতন পরিকল্পনা অনুমোদন করেছিলেন। যা ইতিহাসের বৃহত্তম কর্পোরেট বেতন প্যাকেজ। এর মাধ্যমে বিনিয়োগকারীরা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরে মাস্কের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানান।

ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুসারে, মাস্কের সম্পদ এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

সূত্র : রয়টার্স