ভেনিজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েন কলম্বিয়ার

স্থানীয় সময় শনিবার ভোর ৩টায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

নয়া দিগন্ত অনলাইন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো |সংগৃহীত

সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া। দেশ দুটির মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থলসীমান্ত রয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৩টায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের আটকের খবরের মধ্যেই কলম্বিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সামনে এলো।

কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।

এদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনিজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ না নেয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার রুবিওর সাথে ফোনে কথা বলার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটর মাইক লি।

সিনেটর লি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনিজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেয়ার আশা তিনি (রুবিও) করেন না।’

সূত্র : বিবিসি