ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলাবিরোধী পদক্ষেপ ক্রমেই বাড়তে থাকায় শনিবার এ মন্তব্য করেছেন তিনি।
এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় আসা-যাওয়া করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার ‘অবরোধে’র নির্দেশ দিয়েছেন। যা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ। দেশটির প্রধান আয়ের উৎস তেল রফতানিকে লক্ষ্য করেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে ল্যাটিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্ট লুলা ও ক্লডিয়া শেইনবাউম ইতোমধ্যেই এই সপ্তাহে সংযমের আহ্বান জানিয়েছেন।
তবে শনিবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ফোজ দো ইগুয়াসু শহরে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মেরকোসুরের শীর্ষ সম্মেলনে লুলা কঠোর ভাষায় কথা বলেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং বিশ্বের জন্য একটি বিপজ্জনক নজির তৈরি করবে।
তিনি আরো বলেন, আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে ফকল্যান্ড যুদ্ধের চার দশকেরও বেশি সময় পরে দক্ষিণ আমেরিকা মহাদেশের ওপর আবারো একটি বহিরাঞ্চলীয় শক্তির সামরিক উপস্থিতির ছায়া ভর করছে।
মারকোসুর শীর্ষ সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে ল্যাটিন আমেরিকার নেতারা শান্তিপূর্ণ উপায়ে ভেনিজুয়েলায় গণতান্ত্রিক নীতি ও মানবাধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও পানামার প্রেসিডেন্টরা বলিভিয়া, ইকুয়েডর ও পেরুর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই ঘোষণাপত্রটি অনুমোদন করেন।
সূত্র : রয়টার্স



