মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন।
রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এ দাবি করেন।
উইকিপিডিয়ার সংস্কার করা এক পেইজের মতো করে সাজানো একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। তাতে তার ছবির নিচে লেখা, ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ২০২৬ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন’।
তার নিচে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট এবং ২০ জানুয়ারি, ২০২৫ থেকে ক্ষমতাসীন বলে উল্লেখ আছে। তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নামও দেয়া আছে।

গত ৩ জানুয়ারি ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের একটি আদালতে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগের বিচারের জন্য আটক করে। ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন একটি ক্রান্তিকালীন সময়ে ভেনিজুয়েলা এবং এর তেল সম্পদ ‘পরিচালনা’ করবে।
মাদুরোর গ্রেফতারের পর তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
দেশটির নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এছাড়া মার্কিন দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা মূল্যায়ন করতে একটি মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মীদের দল কারাকাসে ভ্রমণ করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও অন্যান্য



