আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের বৈঠক

ট্রাম্প বলেন, ‘আমি একটি ব্যর্থ বৈঠক চাই না। আমি সময় নষ্ট করতে চাই না, তাই আমি দেখব কী হয়।’

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঙ্গেরিতে যে বৈঠক হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।

মঙ্গলবারের (২১ অক্টোবর) ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করবেন।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘অদূর ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই।’

মস্কোও আসন্ন বৈঠকের বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, প্রস্তুতি নিতে ‘সময় লাগতে পারে’। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। এর জন্য গুরুতর প্রস্তুতির প্রয়োজন।

এদিকে, মঙ্গলবার রাতে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে বৈঠক বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও তিনি বলেন, বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি দক্ষতার সাথে সংশ্লিষ্ট।

তিনি বলেন, ‘আমি একটি ব্যর্থ বৈঠক চাই না। আমি সময় নষ্ট করতে চাই না, তাই আমি দেখব কী হয়।’

সাম্প্রতিক দিনগুলোতে একটি আসন্ন শীর্ষ সম্মেলনের আশা ম্লান হতে শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সংঘাতের অবসানের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামতের ফলেই এই বিলম্ব হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সের সাথে কথা বলা কর্মকর্তাদের মতে, সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনের পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করে যুক্তরাষ্ট্রে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছে। কিন্তু এই দাবি রোববার ট্রাম্পের ব্যক্ত করা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। তিনি যুদ্ধের পরিস্থিতি বর্তমানে যেই অবস্থানে আছে সেখানেই স্থির রাখার জন্য বলেছিলেন।

এরপর সোমবার, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের পরিকল্পিত প্রস্তুতিমূলক বৈঠকের আগে ফোনে কথা বলেন। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে সেই বৈঠকটিও হবে না।

সূত্র : আল জাজিরা