আমেরিকা মহাদেশ কারো মালিকানাভুক্ত নয় : মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, আমেরিকা মহাদেশ কোনো একক শক্তির মালিকানাভুক্ত নয়; এটি সব দেশের জনগণের, যুক্তরাষ্ট্রের প্রাধান্য দাবি বা কোনো মতবাদের অধীন নয়।

নয়া দিগন্ত অনলাইন
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম |সংগৃহীত

আমেরিকা মহাদেশ কোনো শক্তির মালিকানাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম।

সোমবার তিনি এ কথা বলেন বলে এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সপ্তাহান্তে মনরো ডকট্রিনের হালনাগাদ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো এই নীতি ঘোষণা করেন। এতে বলা হয়েছিল, লাতিন আমেরিকা অন্য শক্তির জন্য বন্ধ থাকবে- যার অর্থ তখন ইউরোপ।

এর জবাবে সোমবার শেইনবাউম বলেন, আমেরিকা কোনো মতবাদ বা কোনো শক্তির অধীনে নয়। এই মহাদেশ প্রতিটি দেশের জনগণের।

সূত্র : বাসস