যুদ্ধ বন্ধের ‘অগ্রগতি’র পর ট্রাম্পের সাথে আলোচনায় আগ্রহ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘মূল ইস্যুগুলো’ নিয়ে আলোচনা করার আশা করছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্প-জেলেনস্কি
ট্রাম্প-জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘মূল ইস্যুগুলো’ নিয়ে আলোচনা করার আশা করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার হামলা বন্ধের প্রচেষ্টা ত্বরান্বিত হওয়ার এবং মার্কিন প্রেসিডেন্টের দূত মস্কোর উদ্দেশে রওনা দেয়ার এই সময়ে এ আশাবাদ জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরভ বলেছেন, ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে দুই দিনের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যদিও কিছু চ্যালেঞ্জিং বিষয়ে এখনো কাজ বাকি রয়েছে।

আজ মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাক্ষাতের কথা রয়েছে, যেটি সঙ্ঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ ঘটনা।

প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাতের পর জেলেনস্কি ওয়াশিংটনের মহাপরিকল্পনা সম্পর্কে ইউরোপীয় মিত্রদের মতামত তুলে ধরেন। কিয়েভ বা ইউরোপের কোনো মতামত ছাড়াই এটি তৈরি করা হয়েছিল এবং মস্কোর সর্বোচ্চ দাবির প্রতিফলন বিবেচনায় সমালোচিতও হয়েছে।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পর যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর তথ্য এএফপি’র বিশ্লেষণে দেখা গেছে, গত মাসে রুশ সেনাবাহিনী ২০২৪ সালের নভেম্বরের পর থেকে ইউক্রেনে তাদের সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে।

এদিকে, জেলেনস্কির ঘনিষ্ঠ মহলে দুর্নীতি কেলেঙ্কারি এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত সপ্তাহে তার প্রধান আলোচক ও চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করা হয়।

জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়ে আলোচনা হবে বলে আশা করছি। তিনি আরো জানান, ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে তার দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধি করেছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, এটি আমাদের জনগণের ওপর শুধু মানসিক নয়, শারীরিকভাবেও গুরুতর চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, বর্তমান মুহূর্তটি ইউক্রেনে শান্তির ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তার জন্য ‘নির্ণায়ক’ হতে পারে।

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন, যে আলোচনাকে উভয় পক্ষই ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছে। এদিকে, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।’

জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়াকে এমন কোনো ছাড় দেয়া উচিত নয়, যা তারা ‘এই যুদ্ধের পুরস্কার’ হিসেবে বিবেচনা করতে পারে।

উইটকফ এর আগে ফ্লোরিডায় ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব উমেরভের সাথে এক বৈঠক করেন। উমেরভ বলেন, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পেরেছি, যদিও কিছু বিষয়ের আরো পরিমার্জন প্রয়োজন।’

সূত্রগুলো জানায়, জেলেনস্কি মঙ্গলবার আয়ারল্যান্ড সফরের সময় ফ্লোরিডা বৈঠকের বিস্তারিত প্রতিবেদন শুনতে উমেরভের সাথে দেখা করার প্রত্যাশা করছেন।

এলিসি প্রাসাদ জানায়, ফ্লোরিডায় অবস্থানরত উইটকফ ও উমেরভের সাথে জেলেনস্কি ও ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন। প্যারিসে জেলেনস্কির আলোচনায় আরো অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ইউরোপের অন্যান্য নেতাদের সাথে ফোনালাপ।

এলিসি প্রাসাদের তথ্যানুযায়ী, সোমবার পরে ম্যাক্রোঁ ও ট্রাম্পের ফোনালাপের মধ্য দিয়ে যোগাযোগের এই ব্যস্ততা অব্যাহত থাকে। তারা মধ্যস্থতার প্রচেষ্টার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করেন।

ইউক্রেনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তার বিশেষ গুরুত্ব নিয়ে ফরাসি প্রেসিডেন্ট আলোকপাত করেন।

সূত্র : এএফপি/বাসস