মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের ২০০ জন সদস্যকে পোর্টল্যান্ডে পাঠানো হচ্ছে। সেখানে ফেডারেল আইন ও ফেডারেল ভবনগুলো রক্ষার দায়িত্ব পালন করবে এই বাহিনী।
শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই বাহিনী ইমিগ্রেশন ও কাস্টসম এনফোর্সমেন্ট বিভাগের বাহিনীকেও সাহায্য করবে।
সোমবার (৬ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি পোর্টল্যান্ডের একটি ফেডারেল ভবনের সামনে বিক্ষোভ হয়েছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেই বিক্ষোভ উঠে গেছে। খুব বড় কোনো ঘটনাও ঘটেনি। কিন্তু ট্রাম্পের বক্তব্য, সেখানে কার্যত যুদ্ধ শুরুর চেষ্টা হয়েছে। তাই সেখানে বাহিনী পাঠানো হচ্ছে।
এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করেছিল। এক ফেডারেল বিচারক নির্দেশ দিয়েছিলেন, এখনই সেখানে বাহিনী পাঠানো যাবে না। সেই নির্দেশ অমান্য করে পোর্টল্যান্ডে ফেডারেল বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।



