ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসঙ্ঘের কপ৩০ জলবায়ু সম্মেলনের ভেন্যুতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ১৩ জন।
ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো সাংবাদিকদের বলেছেন, ‘এখানে একটি ছোটখাটো আগুন লেগেছে। যেকোনো বড় অনুষ্ঠানেই এমন ঘটতে পারে। এ রকম ছোটখাটো আগুন পৃথিবীর যেকোনো গ্রহের যেকোনো জায়গায় ঘটতে পারে।’
আয়োজকরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছিল এবং ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
জাতিসঙ্ঘ ও কপ৩০ নেতাদের একটি যৌথ বিবৃতি অনুসারে, ধোঁয়ার কারণে ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছিল। ব্লু জোন নামে পরিচিত ক্ষতিগ্রস্ত এলাকাটি স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। শীর্ষ সম্মেলনটি যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই প্যারা রাজ্যের গভর্নর হেল্ডার বারবালহো ব্রাজিলিয়ান চ্যানেল গ্লোবোনিউজকে বলেন, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে জেনারেটর নষ্ট বা শর্ট সার্কিটের কারণে এমনটা ঘটতে পারে।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্লু জোন প্যাভিলিয়নে আগুন লাগার খবর পাওয়া যায়। এটি আলোচক ও স্বীকৃত মিডিয়ার জন্য একটি নিষিদ্ধ এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিতদের অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিচ্ছেন।
সূত্র : আল জাজিরা



