নবায়নযোগ্য শক্তি ও মানুষের প্রভাবে জলবায়ু পরিবর্তনকে একপ্রকার ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ সভায় বিশ্বের শতাধিক নেতৃত্বের সামনে বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
জীবাশ্ম থেকে তৈরি জ্বালানি ব্যবহারে পৃথিবীর জলবায়ুর সামগ্রিক যে ক্ষতি হচ্ছে তা নিয়ে বহু বিজ্ঞানভিত্তিক গবেষণা আছে। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সেই সব গবেষণার উল্টো কথা বলছে।
ট্রাম্প অন্যান্য দেশগুলোকে পরিবেশ দূষণের জন্য দায়ী করেন। যদিও সমীক্ষা ও গবেষণা বলছে, পৃথিবীতে দূষণ বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিসীম।
মুক্ত সীমান্ত অভিবাসন নীতিরও বিরোধিতা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘অভিবাসন ও অতিরিক্ত মূল্যে পরিবেশ বান্ধব, নবায়নযোগ্য শক্তি কেনার প্রবণতামুক্ত পৃথিবী গঠনের ক্ষেত্রে বাধা। এই প্রবণতা পৃথিবীকে ধ্বংস করছে। যে দেশগুলো স্বাধীনভাবে বাঁচত তারা হারিয়ে যাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘অভিবাসনের রাস্তা বন্ধ করে পুরনো পদ্ধতিতে জ্বালানি ব্যবহার করলেই আবার মহৎ দেশ গড়ে তোলা সম্ভব।’
নির্ধারিত ১৫ মিনিটের জায়গায় প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন ট্রাম্প।
সূত্র : ডয়চে ভেলে