মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দেশটির মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলা হয়।
মেয়রের কার্যালয়ের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, তারা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছেন।
সূত্র : বাসস



