২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন তদন্তের জন্য বিচার বিভাগকে ট্রাম্পের আহ্বান

ট্রাম্প বিচার বিভাগকে ২০২০ সালের নির্বাচনকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে আহ্বান জানান, তারা যেন এটি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তদন্তের আহ্বান জানিয়ে দাবি করেছেন, এতে ’কারচুপি ও চুরি’ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, ‘কোনটা খারাপ- এনবিএ খেলোয়াড়দের কার্ড খেলায় প্রতারণা না কি ডেমোক্র্যাটদের নির্বাচনে কারচুপি? ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও চুরি করা হয়েছে। এটা অনেক বড় কেলেঙ্কারি।’

তিনি আরো বলেন, ‘দেখুন, একজন দুর্নীতিপূর্ণ বোকা ব্যক্তি প্রেসিডেন্ট হলে দেশের কী অবস্থা হয়! এখন সবকিছুই পরিষ্কার হয়ে গেছে।’

ট্রাম্প বিচার বিভাগকে ২০২০ সালের নির্বাচনকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে আহ্বান জানান, তারা যেন এটি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে।

তিনি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করে সতর্ক করে বলেন, ‘যদি তা না হয়, তাহলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আবারো একই ঘটনা ঘটবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডাকযোগে বা আগাম ভোটদানেরও বিরোধিতা করেন। পাশাপাশি তিনি ভোটার আইডি আইনের সমর্থন প্রকাশ করেন এবং ক্যালিফোর্নিয়ার ব্যালট ব্যবস্থার সমালোচনা করেন। তিনি দাবি করেন, লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।

তিনি তার রিপাবলিক সমর্থকদের উদ্দেশে বলেন, ‘খুব বেশি দেরি হওয়ার আগেই বুদ্ধি খাটান।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি