কলম্বিয়ায় আগস্ট থেকে গেরিলা যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক হামলায় এখন পর্যন্ত ১৫ জন শিশু নিহত হয়েছে। এই শিশুদের সবাইকে একই সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছিল। কর্তৃপক্ষ সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
বোগোতা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সাম্প্রতিক দুটি সামরিক বোমা হামলায় পাঁচ শিশুর মৃত্যুর কথা জানিয়েছেন। কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পালের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আরো সাতজনের মৃত্যু হয়েছে। তবে তাদের বয়স জানানো হয়নি।
পরে সোমবার কলম্বিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস জানায়, ২৪ আগস্ট মধ্য গুয়াভিয়ারের দক্ষিণাঞ্চলীয় বিভাগে হামলায় আরো তিনজন নাবালক নিহত হয়েছে।
কলম্বিয়ায় জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং নিরাপত্তা বাহিনীকে গেরিলা গোষ্ঠীর কাছে অপহৃত শিশুদের রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানিয়েছে।
কলম্বিয়ায় গড়ে প্রতি দুই দিনে একজন অপ্রাপ্তবয়স্ককে অপহরণ করা হয়। প্রায়শই যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেয়ার জন্য তাদের তুলে নেয়া হয়।
পেত্রো বলেন, তিনি সৈন্যদের জীবন রক্ষার জন্য বোমা হামলার নির্দেশ দেন। শিশুদের বেদনাদায়ক মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন, ‘আমি এই দুঃখ আমার বিবেকে ধারণ করব।’
তবে পেত্রো ২০১৬ সালের শান্তি চুক্তির পর নিরস্ত্র ফার্ক গেরিলা গোষ্ঠীর ভিন্নমতাবলম্বীদের একটি অংশকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে ন্যায়পালের অফিসের অনুরোধ প্রত্যাখ্যান করেন।
প্রসিকিউটররা বলছেন, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এক হাজার ১০০টিরও বেশি শিশুকে সশস্ত্র গোষ্ঠী অপহরণ করেছে। ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই অপহরণের সংখ্যা ছিল ২৩ হাজার ৮০০।
সূত্র : বাসস



