আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত : ট্রাম্প মিত্র র‌্যান্ডি

মার্কিন কংগ্রেসম্যান ও ট্রাম্প মিত্র র‌্যান্ডি ফাইনের বিরুদ্ধে অনেক আগে থেকেই ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী বক্তব্যের অভিযোগ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন
মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ও কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন বলেছেন, ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করা উচিত। তিনি দম্ভ করে আরো বলেছেন, এ জন্য তাকে ইসলামবিদ্বেষী বলা হলেও তিনি পরোয়া করেন না।

মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে তিনি বলেন, বসতি স্থাপনকারীদের ওপর ‘বর্ণবৈষম্যমূলক’ নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিমতীরের কয়েকটি এলাকায় ইসরাইলিরা যেতে পারেন না। ফাইনের বিরুদ্ধে অনেক আগে থেকেই ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী বক্তব্যের অভিযোগ রয়েছে।

কিন্তু বাস্তবে ইসরাইলি সেনাবাহিনীই নিরাপত্তার কারণে পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক সাইন টানিয়ে রাখে। ফিলিস্তিনিদের এই ভূখণ্ডটি ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ করে।

তবে ইসরাইলি বাহিনীর সুরক্ষা পাওয়া সশস্ত্র বসতি স্থাপনকারীরা নিয়মিত ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালান। চলতি বছর কমপক্ষে দু’জন মার্কিন নাগরিক বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন।

শুনানিতে ফাইন জায়োনিস্ট অর্গানাইজেশন অফ আমেরিকার প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘যখন আপনাকে এমন মানুষদের মুখোমুখি হতে হয়, যারা প্রতিনিয়ত ইসরাইল রাষ্ট্রের ধ্বংস কামনা করে, ইহুদিরা এখানে প্রবেশ করতে পারবে না, আমরা ইহুদিমুক্ত হতে চাই- এমন সাইন দেখতে যাদের অসুবিধা হয় না, এমন অবস্থায় আপনি কিভাবে শান্তি আনবেন?’

তিনি তার কাছে জানতে চান, ‘এ পরিস্থিতিতে আপনি কিভাবে একটি দীর্ঘমেয়াদি সমাধানে আসবেন? না কি আমাদের অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে?’

জবাবে ক্লেইন বলেন, ইসলামের একটি ‘সংস্কার’ করা উচিত এবং ইসরাইলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে গ্রহণ করা উচিত। কেউ এটা নিয়ে কথা বলতে চায় না। তারা ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হতে পারেন, এই ভয় পান।

ফাইন বাধা দিয়ে বলেন, ‘আমি এতে ভয় পাই না। আমি জানি না যারা আপনার ধ্বংস চাইছে তাদের সাথে আপনি কিভাবে শান্তি স্থাপন করবেন। আমার মনে হয়, আপনার উচিত প্রথমে তাদের নিশ্চিহ্ন করা।’

সূত্র : আল জাজিরা