ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জাতীয়কৃত জ্বালানি তেল খাতে আরো বেশি বেসরকারিকরণের লক্ষ্যে একটি সংস্কার আইনে স্বাক্ষর করেছেন।
আইনটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রধান দাবির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় তেলশ্রমিকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে রদ্রিগেজ এই আইনে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই সংস্কার ভেনেজুয়েলার অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
“আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, আমাদের সন্তানদের জন্য যে দেশ রেখে যাব, তা নিয়েই এই আলোচনা,” বলেন তিনি।
এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় পরিষদে আইনটি পাস হয়। পরিষদটি রদ্রিগেজের ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। পরিষদের সভাপতি ও অন্তর্বর্তী প্রেসিডেন্টের ভাই হোর্হে রদ্রিগেজ বলেন, “ভোগান্তির পর ভালো সময় আসবেই।”
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন নতুন সরকারের ওপর জ্বালানি তেল খাত উন্মুক্ত করার জন্য চাপ প্রয়োগ করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার দাবি পূরণ না হলে রদ্রিগেজকে “মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।”
নতুন আইনের আওতায় ভেনেজুয়েলার তেলের উৎপাদন ও বিক্রিতে বেসরকারি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ বাড়বে। পাশাপাশি তেল খাতসংক্রান্ত আইনি বিরোধ দেশটির আদালতের বাইরে নিষ্পত্তির বিধান রাখা হয়েছে—যা বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ছিল। এছাড়া সরকার যে রয়্যালটি আদায় করবে, তার হার সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে।
আইনটিতে স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ঘোষণা দেয়, ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-র সঙ্গে সীমিত লেনদেনের অনুমতি দেওয়া হবে। এসব লেনদেন তেল উত্তোলন, পরিশোধন, পরিবহন, সংরক্ষণ ও রপ্তানির মতো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বলে জানানো হয়।
এর আগে ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার তেল খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, নতুন সংস্কার ও নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ ভেনেজুয়েলার তেল বাজারকে বিদেশি কোম্পানিগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক অস্থিরতা ও অতীতের অভিজ্ঞতার কারণে অনেক প্রতিষ্ঠান এখনো বিনিয়োগে সতর্ক।
উল্লেখ্য, ভেনেজুয়েলা ১৯৭০-এর দশকে জ্বালানি তেল খাত জাতীয়করণ করে। পরে ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চাভেজ সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়িয়ে বিদেশী মালিকানাধীন সম্পদ রাষ্ট্রীয়করণের উদ্যোগ নেন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।



