মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডা বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করবে না।
কানাডার অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতি নিয়ে সমালোচনা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্প শুক্রবার জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনের জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন, তবুও দু’দেশ বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করবে না।
ট্রাম্প বলেন, ‘আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।’
তবে এ বিষয়ে কার্নির দফতর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে অন্টারিও প্রদেশে প্রচারিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে আলোচনা বাতিল করে ট্রাম্প বলেন, কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।
অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত ওই বিজ্ঞাপনে রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা রোনাল্ড রিগানকে উদ্ধৃত করে বলা হয়, বিদেশী পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও চাকরি হারানোর দিকে পরিচালিত করে।
রিগান মুক্ত বাজার এবং মুক্ত বাণিজ্যের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
মার্কিন প্ল্যাটফর্মে প্রচারিত বিজ্ঞাপনটিকে ট্রাম্প ‘ভুয়া’ বলে নিন্দা করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম রিগানের পুরোনো ভাষণের কয়েকটি অংশ কেটে এক মিনিটের বিজ্ঞাপন তৈরি করেছিল। যদিও বিজ্ঞাপনে ব্যবহৃত সব বাক্য রিগানের মূল বক্তব্য থেকেই নেয়া।
দু’দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্যেই ফোর্ড তখন থেকে বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি জানান, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।
ঐতিহাসিকভাবে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটি তার মোট রফতানির প্রায় ৭৫ শতাংশই পাঠায় দক্ষিণের প্রতিবেশী এই দেশে। তবে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপে সেই বাণিজ্য সম্পর্ক বড় ধাক্কা খেয়েছে; কানাডার উপরই সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।



