যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী একটি পাহাড়ি, বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক শূন্য। তবে এর জের সুনামির কোনো আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ও কানাডার দুপুর ১টা ৪১ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের পর পরবর্তী তিন ঘণ্টায় ৩ দশমিক ৩ থেকে ৫ দশমিক ১ মাত্রার ৩০টিরও বেশি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৪৮ কিলোমিটার) পশ্চিমে এবং আলাস্কার রাজধানী জুনো থেকে ২৩০ মাইল উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আলাস্কার ইয়াকুতাতে, পুলিশ প্রধান থিও কেপস এএফপিকে জানিয়েছেন, ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



