বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিশ্বকে অনুরোধ জানিয়ে ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩০ শুরু হয়েছে। তবে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার উদ্বোধনী ভাষণে বলেছেন, ‘অস্বীকারকারীদের ওপর নতুন করে পরাজয় চাপিয়ে দেয়ার সময় এসেছে।’ তিনি স্পষ্টভাবে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন, যারা ‘ভয় ছড়িয়ে দেয়, প্রতিষ্ঠান, বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়গুলোতে আক্রমণ করে’।
তবে এবারের সম্মেলনে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনকারী ও দ্বিতীয় দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রের না থাকাটা বেশ গুরুত্ব পাচ্ছে। কিন্তু ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও স্থানীয় নেতারা মঙ্গলবার সম্মেলনে অংশ নেবেন। তারা নিজস্ব জলবায়ু ভাবনা ও বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে নিজেদের সংহতি তুলে ধরবেন।
জাতিসঙ্ঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল বলেন, ‘কোনো ভুল করবেন না, মানবতা এখনো এই লড়াইয়ে রয়েছে। নিঃসন্দেহে আমাদের কিছু প্রতিপক্ষ রয়েছে। তবে আমাদের পক্ষে কিছু হেভিওয়েটও রয়েছে।’
এই শীর্ষ সম্মেলন এমন সময়ে শুরু হয়েছে, যখন ক্যারিবীয় অঞ্চল ও এশিয়ায় প্রাণঘাতী ঘূর্ণিঝড় এবং যুদ্ধ থেকে শুরু করে বাণিজ্য বিরোধ পর্যন্ত ভূ-রাজনৈতিক উত্তেজনা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে।
সূত্র : এএফপি



