প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

এর আগে, পূর্ব প্রশান্ত মহাসাগরে চারটি নৌযানে যুক্তরাষ্ট্র পৃথক হামলা চালায়। এতে ১৪ জন নিহত ও একজন আহত হন।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী বুধবার (২৯ অক্টোবর) পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে আরেকটি নৌকায় আক্রমণ চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছে। দেশটির বিতর্কিত মাদকবিরোধী অভিযানে এ নিয়ে নিহতের সংখ্যা কমপক্ষে ৬২ জনে দাঁড়িয়েছে।

হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় এই হামলা চালানো হয়েছে। তার পোস্টের সাথে থাকা একটি ভিডিওতে দেখা গেছে, একটি নৌযান পানিতে স্থিরভাবে ভাসছে। এরপরই একটি বিশাল বিস্ফোরণে নৌযানে আগুন ধরে যায়।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সরকার প্রকাশিত পূর্ববর্তী ভিডিওগুলোর মতোই, নৌকার কিছু অংশ অস্পষ্ট দেখা যাওয়ায় কতজন আরোহী ছিল তা যাচাই করা সম্ভব হয়নি।

হেগসেথ বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে, অন্যান্য জাহাজের মতো এই জাহাজটিও অবৈধ মাদক পাচারের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এটি একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল ও মাদকদ্রব্য বহন করছিল।’

বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হওয়া এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। এমনকি যদি সেগুলো পরিচিত পাচারকারীদের লক্ষ্য করেও করা হয়। তবে ওয়াশিংটন এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল বা তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

এর আগে, পূর্ব প্রশান্ত মহাসাগরে চারটি নৌযানে যুক্তরাষ্ট্র পৃথক হামলা চালায়। এতে ১৪ জন নিহত ও একজন আহত হন। এই ঘটনার দুই দিন পর বুধবারের এই ভয়াবহ হামলাটি হলো।

মেক্সিকোকে যুক্তরাষ্ট্র আহত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করার অনুরোধ করে্ কিন্তু মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বুধবার জানান, তাদের অনুসন্ধান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সূত্র : বাসস