যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে জিজ্ঞাবাদের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হামলার সময় ভ্যান্স বা তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওহাইও রাজ্যে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কিভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : সিএনএন