ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে তাকাইচি ও ট্রাম্পের ফোনালাপ

২৫ মিনিট স্থায়ী এই ফোনালাপে দুই নেতা জাপান-যুক্তরাষ্ট্রের জোটকে শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি |সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ‘ নিয়ে ফোনে আলোচনা করেছেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫ মিনিট স্থায়ী এই ফোনালাপে দুই নেতা জাপান-যুক্তরাষ্ট্রের জোটকে শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেছেন। এ সময় যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ বৈঠকসহ দুই দেশের সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই দেশের নেতা নিশ্চিত করেছেন যে বিশ্বের বর্তমান পরিস্থিতিতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনে কথা বলার একদিন পর ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। সম্প্রতি তাইওয়ান নিয়ে বেইজিং ও টোকিওর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এর আগে, সোমবার শি‘র সাথে ফোনালাপকে ‘খুব ভালো‘ বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, তিনি এপ্রিলে বেইজিং সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রাম্পকে শি বলেছেন, তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেয়া যুদ্ধপরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি