মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান দ্বিপক্ষীয় পানি চুক্তির অধীনে মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের পাওনা পানি দিতে ব্যর্থ হয়, তাহলে তার প্রশাসন মেক্সিকোর ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করবে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘মেক্সিকো আমাদের পানি চুক্তি লঙ্ঘন করে চলেছে, এবং এই লঙ্ঘন আমাদের টেক্সাসের ফসল ও পশুপালনের ক্ষেত্রে ভয়াবহ ক্ষতি করছে।’
তিনি দাবি করেছেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে আট লাখ একর-ফুটেরও বেশি পানি মেক্সিকোর থেকে পায়। কিন্তু মেক্সিকো চুক্তি মেনে চলার ক্ষেত্রে কোনো সাড়া দেয়নি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মেক্সিকোকে ৩১ ডিসেম্বরের আগে দুই লাখ একর-ফুট পানি সরবরাহ করতে হবে। বাকি অংশও দ্রুতই সরবরাহ করতে হবে। মেক্সিকো এখনো কোনো সাড়া দিচ্ছে না। এটি আমাদের মার্কিন কৃষকদের প্রতি অন্যায়। তাদের এই প্রয়োজনীয় পানির প্রতি অধিকার রয়েছে।’
তিনি আরো বলেন, ‘যদি এই পানি অবিলম্বে ছেড়ে দেয়া না হয়, তাহলে মেক্সিকোর ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের জন্য আমি নথিপত্র অনুমোদন করেছি।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



